ফ্লোটিলায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে বিকেলে শাহবাগে সমাবেশ
অনলাইন ডেক্স ।।
গাজা অভিমুখী মানবিক বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে আন্তর্জাতিক জলসীমায় দখলদার ইসরায়েলি বাহিনীর আক্রমণের প্রতিবাদে ঢাকায় সমাবেশ ডাকা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগের ‘ফিলিস্তিন সংহতি কমিটি’র পক্ষ থেকে এই কর্মসূচি ডাকা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি, পরিবেশ ও উন্নয়ন অর্থনীতিবিষয়ক লেখক প্রকৌশলী কল্লোল মোস্তফা তার ফেসবুক আইডিতে এ সংক্রান্ত এ ঘোষণায় বলেন, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। বুধবার রাতে আক্রমণ শুরুর পরপরই ইতালিতে বিক্ষোভ সমাবেশ হয়।
পরে বিক্ষোভ হয় কলম্বিয়া, তিউনিসিয়া, গ্রিস, আয়ারল্যান্ড, তুরস্ক, স্পেন, মালয়েশিয়া, জার্মানি, আর্জেন্টিনা ও ফ্রান্সে। ইসরায়েলের পদক্ষেপের কারণে আজ শুক্রবার ইতালিতে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন।
বুধবার রাতে ইতালির নেপলসে একটি রেলস্টেশনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তারপর রেলপথের ওপর মিছিল করেন।
’
‘গ্রিসের রাজধানী এথেন্সে পররাষ্ট্র মন্ত্রালয়ের বাইরে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। আমরা আজকে দাঁড়াব শাহবাগে, বিকেল ৪টায়’, যোগ করেন তিনি।
২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বিভিন্ন মাত্রায় ইসরায়েল অঞ্চলটির ওপর অবরোধ চালিয়ে আসছে। তখন থেকে ফিলিস্তিনিরা কার্যত গাজার ভেতরেই বন্দি হয়ে আছেন। খাদ্য, পণ্য ও ত্রাণসামগ্রীর প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।
এর মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে হামাসকে দমনের অজুহাতে গাজায় ইসরায়েল যে সামরিক আগ্রাসন শুরু করে, তাতে হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি তীব্র খাদ্য সংকট দেখা দেয়। এক পর্যায়ে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হয়।
অঞ্চলটিতে সহায়তা পৌঁছে দিতে এবং গাজার অবরুদ্ধ দশা ভেঙে দিতে ৪৪টি বেসামরিক নৌযান ও প্রায় ৫০০ জন অধিকারকর্মী নিয়ে সম্প্রতি ইতালি উপকূল থেকে যাত্রা শুরু করে ‘সুমুদ ফ্লোটিলা’। কিন্তু গত বুধবার (১ অক্টোবর) রাতে ওই বহর আটকাতে ইসরায়েলি বাহিনী হস্তক্ষেপ করা শুরু করে। এক পর্যায়ে ওই বহরে থাকা নৌযান আটক করে এবং এতে অংশগ্রহণকারীদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবারও (২ অক্টোবর) অভিযান চলতে থাকে এবং স্থানীয় সময় দুপুরে ইসরায়েলি সেনারা ঘোষণা করেন, ‘একটি ছাড়া সব নৌযান আটক করা হয়েছে’।
‘সুমুদ ফ্লোটিলা’য় অংশগ্রহণকারী আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।
Post Comment