Loading Now

কাদা রাস্তায় কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

ঝালকাঠির রাজাপুরে দীর্ঘ কাঁদার রাস্তায় বৃষ্টিতে ভিজে প্রতীকী বীজতলা ও কচুগাছ রোপণ করে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের মধ্য উত্তমপুর তালতলা বাজার থেকে তালুকদার বাড়ি, চল্লিশ কাহনিয়া মৃধাবাড়ি হয়ে প্যাদাবাড়ি স্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মাটির রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন থেকে এ কর্মসূচি পালন করেন তারা।

স্থানীয় তালুকদার বাড়ি এলাকায় এ মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- চল্লিশ কাহনিয়া গ্রামের সাইদুল ইসলাম, বেল্লাল হোসেন, আফজাল হোসেন, উত্তমপুর গ্রামের রাসেল, জলিল মৃধা, সুমন এবং খলিলুর রহমান মৃধা।

 

বক্তারা বলেন, ‘বিগত বহু বছর ধরে এই সড়কটি মেরামত বা পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ কারণে চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালেক কলেজ, বালিকা বিদ্যালয়, নুরানি মাদ্রাসাসহ অন্তত ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চল্লিশ কাহনিয়া ও উত্তমপুর এ ২ গ্রামের ২ হাজারের বেশি মানুষসহ রোগীদের ভোগান্তির শেষ নেই। তারা দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED