ঝালকাঠীতে বিএনপির উঠান বৈঠক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় নারীদের অধিকার সুনিশ্চিত থাকা অভিহিতকরণ উপলক্ষে ঝালকাঠিতে উঠান বৈঠক করেছে বিএনপি।
শনিবার (৪ অক্টোবর) ঝালকাঠি পৌর বিএনপি’র আওতাধীন ৯ নং ওয়ার্ড বিএনপি’র এর আয়োজনে নতুন চর এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান , ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন। ওয়ার্ড বিএনপি সভাপতি মোমোঃ রফিক হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট খান শহিদুল ইসলাম, ঝালকাঠি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ঘরামী, ঝালকাঠি জেলা যুবদলের আবার কমিটির সদস্য ইয়াসির আরাফাত মিঠু, ঝালকাঠি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ সালাউদ্দিন, ঝালকাঠি সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির হাওলাদার, পৌর শ্রমিক দলে সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত হোসেন হাওলাদার, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ রাসেল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি চেয়ারপার্সন নারীদের অধিকার রক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে অর্থনৈতিক স্বচ্ছলতার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করতে সবসময় সোচ্চার ছিলেন এবং নানা মুখি অবদান রেখেছেন। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী কাজেই তাদের উন্নয়ন এবং অগ্রগতি নিশ্চিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার কয়েকটি দফায় তিনি সুনির্দিষ্ট ভাবে নারীদের অধিকারের বিষয়টি রেখেছেন এবং সকলকে বিষয়ে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার এবং মর্যাদা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে তাদের কার্যকর ভূমিকা থাকবে। উঠান বৈঠক শেষে এডভোকেট শাহাদাত হোসেন ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
Post Comment