Loading Now

বরিশালে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের মুলাদীতে স্ত্রীকে হত্যা করে মরদেহ গুমের অভিযোগে করা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বরিশাল নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল। একই আদেশে মরদেহ গুমের অভিযোগে আসামিকে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৫ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি সোহরাব হোসেন আকন (৩৫) বরিশালের মুলাদী উপজেলার তয়কা গ্ৰামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু বলেন, ২০১৩ সালে আসামি সোহরাব ভুক্তভোগীর আগের স্বামীকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তালাক দিতে বাধ্য করেন। পরে সোহরাব তাকে বিয়ে করেন। এরপর ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন তিনি। টাকা না দেওয়ায় বিভিন্ন সময় ভুক্তভোগীকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে ২০১৩ সালের ১ ডিসেম্বর ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ গুম করেন সোহরাব।

তিনি আরও বলেন, এ ঘটনায় ওই বছরের ১৩ ডিসেম্বর মামলা করেন ভুক্তভোগীর বোন ডলি বেগম। পরে ঘটনার তদন্তে পুলিশ আসামির সম্পৃক্ততা পেয়ে চার্জশিট দেন। এ ঘটনায় আজ রোববার ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণা শেষে আসামিকে জেলে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, নিহত লিমা ছিলেন সোহরাবের তৃতীয় স্ত্রী। এর আগে, ২০০৯ সালে গর্ভাবস্থায় দ্বিতীয় স্ত্রী মিলি বেগমকে হত্যা করেন।

সেই মামলার রায়ে তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল। মামলার রায় কার্যকর হওয়ার আগেই তৃতীয় স্ত্রীর খুনের ঘটনায় ফের ফাঁসির আদেশ সোহরাবের বিরুদ্ধে।

Post Comment

YOU MAY HAVE MISSED