সাগরে ভারতীয় জাল, নদীতে পৌঁছানোর আগেই ধরা পড়ছে মা ইলিশ
বাংলাদেশে চলছে মা ইলিশ ধরায় কঠোর নিষেধাজ্ঞা। নদী, খাল, এমনকি সাগরের জলে কোনো জেলে নামতে পারেন না। কারণ, এই সময়টাতেই মা ইলিশ ছুটে আসে সাগর থেকে নদীর অভয়ারণ্যে ডিম ছাড়ার জন্য।
কিন্তু নদীর প্রান্তে জাল না ফেললেও সাগরের বুকে বাড়ছে অন্য এক বিপদ। আর সেই বিপদের নেপথ্যে রয়েছে বাংদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ।
বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কলাপাড়ার জেলেরা জানান, নিষেধাজ্ঞার এই সময়েই ভারতের জেলেরা ট্রলারে করে চলে আসছেন বাংলাদেশের জলসীমার কাছাকাছি।
গভীর সাগরে সীমারেখা স্পষ্ট না থাকায় অনেক সময় তারা ঢুকে পড়ছেন বাংলাদেশি সীমানায়। আর সেই জালেই ধরা পড়ছে নদীমুখী মা ইলিশ।
মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, সাগর থেকে নদীতে আসার পথে এই সময় মা ইলিশ থাকে সবচেয়ে দুর্বল অবস্থায়। তাদের চলার পথেই যখন জাল টানছে বিদেশি ট্রলার, তখন নদীতে পৌঁছানোর আগেই ডিমভরা মাছগুলো ধরা পড়ছে। এতে প্রজননচক্র ভেঙে যাচ্ছে, হুমকিতে পড়ছে ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম।
সাগরে টহল ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়। প্রশাসনের নজর মূলত নদীমুখেই সীমিত। স্থানীয় জেলেরা বলছেন, যদি নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল সাগরের মুখে জোরদার করা যেত, তাহলে মা ইলিশ নির্বিঘ্নে নদীতে ঢুকে ডিম ছাড়তে পারত। আবার ডিম ছেড়ে ইলিশগুলো সাগরে যেতে পারত। এই প্রজননচক্র ধারাবাহিক ভাবে চললেই ইলিশের আকার বড় হতো।
Post Comment