Loading Now

পটুয়াখালীতে ক্যাম্পে র‍্যাব সদস্যের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালী র‍্যাব-৮ সিপিসি-১ ক্যাম্পে মনিরুজ্জামান (৩০) নামে এক র‍্যাব সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তার স্ত্রী তিন সন্তান নিয়ে গ্রামের বাড়িতেই বসবাস করেন।

 

সহকর্মীদের বরাতে জানা যায়, সকালে ডিউটি শেষে ব্যারাকে বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান। জোহরের নামাজের সময় ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে র‍্যাব-৮ (বরিশাল) সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান জানান, মনিরুজ্জামান অত্যন্ত ভদ্র ও ধর্মপ্রাণ ছিলেন। সকালে ডিউটি শেষে ব্যারাকে এসে সহকর্মীকে বলেন, জোহরের নামাজের সময় যেন তাকে ডেকে দেন। পরে ডাকার পরও সাড়া না দিলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে।

Post Comment

YOU MAY HAVE MISSED