এবার মনোনয়নের জন্য কেন্দ্রীয় বিএনপির নিকট সাক্ষাতকার দিলেন নাসরীন – শাহীন
নিজস্ব প্রতিবেদক ।।
দিন যত গড়াচ্ছে বরিশাল সদর আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থীতা নিয়ে গুঞ্জন তত বাড়ছে। শেষ পর্যন্ত কার হাতে তুলে দেওয়া হবে ধানের শীষ এমনটাই চলছে আলোচনা ও সমীকরন।গত সপ্তাহে মর্যাদার আসন হিসেবে খ্যাত বরিশাল সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার গ্রহণ করে কেন্দ্রীয় বিএনপি। আজ ৯ অক্টোবর দ্বিতীয় ধাপে আরো দুই নেতার সাক্ষাৎকার গ্রহণ করল কেন্দ্রীয় বিএনপি। এরা হলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন ও বরিশাল মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আফরোজা খানম নাসরিন। দুপুর ১২ টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় তাদের এই সাক্ষাৎকার গ্রহণ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হাসান।যা চলে দুপুর সাড়ে তিনটা নাগাদ। অন্যদিকে গেল সপ্তাহে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সারোয়ার,দলটির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমাতুল্লাহ ও মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সাক্ষাৎকার গ্রহণ করে কেন্দ্র। এরা প্রত্যেকেই দলের সিদ্ধান্তের প্রতি অবিচল থাকবেন এবং যার হাতে ধানের শীষ তুলে দেয়া হবে তার জন্যই কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন কেন্দ্রীয় বিএনপি’র নিকট। তবে কাউকে দেয়া হয়নি গ্রিন সিগন্যাল প্রত্যেককেই কাজ করতে বলা হয়েছে জনগণকে সাথে নিয়ে।
Post Comment