Loading Now

বরিশালে স্ত্রী হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক ।।

স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী সুমন রায়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালের জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন ওই আদেশ প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি কামরুল ইসলাম। গোপালগঞ্জের কোটালীপাড়া নয়াকান্দি গ্রামের বিবেক সমাদ্দার মামলায় উল্লেখ করেন-তার বোন বিথি সমাদ্দার (২৮)এর সাথে বানারীপাড়া উপজেলার উদয়কাঠী গ্রামের সুধীর রঞ্জন রায়ের ছেলে সুমন রায়ের সাথে পাঁচবছর পূর্বে বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই আসামি বাদির বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।

আসামি সুমন রায় পারিবারিক কলহের জের ধরে ২০২৪ সালের ১১ই ফেব্রুয়ারি স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে বানরীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি বাদির বোন বিথি সমাদ্দার মৃত্যুবরণ করে।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ভিকটিমের ভাই সুমন রায় বাদী হয়ে মামলা করেন। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বানারীপাড়া থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করেন। আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে উপরোক্ত রায় প্রদান করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED