Loading Now

ডেঙ্গু: বরগুনায় মৃত্যু বেড়ে ৩৫, আক্রান্ত সাড়ে ১৫ হাজার

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ইতি বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৩৫ জনের। একই সময়ে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার ৫৭৮ জন।

এর মধ্যে সর্বশেষ ১৪ অক্টোবর সকাল ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৩৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪২৬ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সর্বশেষ মৃত্যুবরণ করা ইতি বেগম বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা মিলন মিয়ার স্ত্রী।

গত ১৩ অক্টোবর বিকেলে ডেঙ্গুজ্বর নিয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তী ১৪ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য মতে, বিভাগে মৃত্যুবরণ করা ৩৫ জনের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে বরগুনা জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে। এ ছাড়া বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ২০ জন। যাদের মধ্যে বরগুনা জেলার বাসিন্দাই বেশি।

অপরদিকে মোট আক্রান্তের দিক থেকেই শীর্ষে বরগুনা জেলা। এ জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৭৭ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চলতি মৌসুমে বরগুনা জেলাকে এডিস মশা এবং ডেঙ্গু জ্বরের হট স্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, ডেঙ্গু নিয়ে মানুষের মাঝে কিছুটা হলেও সচেতনতা বেড়েছে। এ কারণে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর হার কমেছে। তবে জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতাসহ নানা কারণে বরগুনাসহ অন্য জেলা-উপজেলাগুলোতে এডিস মশার বিস্তার ঘটছে। এ থেকে রক্ষা পেতে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা।

Post Comment

YOU MAY HAVE MISSED