Loading Now

কানাডিয়ান নাগরিকের হারানো পাসপোর্ট ২৪ ঘণ্টায় উদ্ধার করেছে কোতোয়ালি পুলিশ

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে ঘুরতে আসা কানাডিয়ান নাগরিকের মোবাইল ফোন, পাসপোর্ট,এটিএম কার্ড ও প্রয়োজনীয় কাগজ পত্র হারিয়ে যায় ১৪ অক্টোবর বিকেলে। পরবর্তীতে কোতয়ালী থানার ওসি মিজানুর রহমানের কাছে বিষয়টি ঐ বিদেশি এবং তার বন্ধু বিষয়টি অবহিত করেন এবং থানায় একটি সাধারন ডায়েরি কেন।যার নং ৯৪১।পরবর্তীতে ওসি মিজানুর রহমান বিষয়টি শুনে তাৎক্ষণিক আইনগত পদক্ষেপ গ্রহণ করে।তৎপরবর্তীতে কোতয়ালী মডেল থানায় কর্মরত এএসআই সাইফুল ইসলাম,এএসআই ইসমাইল হোসেন, এএসআই সাঈদ হোসেনসহ একাধিক আভিযানিক টিম নগরীর বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে নগরীর চিহ্নিত তিন চোর চক্রের মূলহোতাদের আটক করতে সক্ষম হয় থানার পুলিশ।

আটককৃত চোরের তথ্য সূত্রে হারানো পাসপোর্ট, এটিএম কার্ড ও প্রয়োজনীয় কাগজ পত্র উদ্ধার করা হয়। তবে একটি স্মার্টফোন (আইফোন) উদ্ধার করা সম্ভব হয়নি।

বাংলাদেশে ঘুড়তে আসা কানাডিয়ান নাগরিকের সাথে থাকা রাসেদুল হাসান খান বলেন, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমানসহ তাদের টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা এতো স্বল্প সময়ের মধ্যে হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মঙ্গলবার বিকাল ৫টার সময় ফলপট্টি এলাকা থেকে বাংলাদেশে ঘুড়তে আসা কানাডিয়ান নাগরিকের প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়। আমরা একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হারানো পাসপোর্ট, এটিএম কার্ড ও প্রয়োজনীয় কাগজ পত্র উদ্ধার করে হস্তান্তর করি। কিন্তু এখন পর্যন্ত মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আমাদের অভিযান চলমান রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED