বরিশালে কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক ।।
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭১ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বরিশালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নেয়া হয়েছে নানা কর্মসূচি।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় কবির পৈত্রিক ভিটায় নির্মিত কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে স্থাপিত কবির ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবি প্রেমীরা।
পরে মিলনায়তনে বরিশাল কবিতা পরিষদ ও প্রগতী লেখক সংঘের উদ্যোগে কবি আড্ডা ও সংগীত পরিবেশন করা হয়। আগুনমুখা প্রকাশনীর উদ্যোগে দিনব্যাপী কবি আড্ডা ও ভ্রমণের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি উত্তরণ, সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনভর কর্মসূচি পালন করা হচ্ছে।
আয়োজকরা জানান, কবির চিন্তা চেতনা সকলের মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই প্রয়াস।
Post Comment