Loading Now

২য় দফার বৈঠকে প্রার্থীতা চুড়ান্তের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বরিশাল বিএনপির!

রাইসুল ইসলাম অভি :
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বরিশাল বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের বৈঠক শেষ হয়েছে। রাত সাড়ে ১০ টার দিকে শুরু হওয়া ঐ বৈঠক টি চলে রাত সাড়ে ১২ টা অবধি। বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা.এজেডএম জাহিদ হোসেন,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান, মাহাবুবুল হক নান্নু,বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন। বৈঠকে এ ছাড়া অন্য কোন নেতা উপস্থিত ছিলেন না।বৈঠকে উপস্থিত একাধিক নেতা নাম না প্রকাশ করার শর্তে এ প্রতিবেদককে জানান,এবারের বৈঠকেও সদর -৫ আসনে চুড়ান্ত কোন প্রার্থীতার ব্যাপারে বলা হয়নি। এটা ঘোষনা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে।যারা প্রার্থী আছেন সকলকে বিএনপির জনগনের জন্য ম্যাসেজ ৩১ দফা পৌঁছে দেয়ার জন্য গণসংযোগ, লিফলেট, মাইকিং করার নির্দেশ দেয়া হয়েছে। গুলশান কার্যালয়ে উপস্থিত ব্যক্তিরা আরও জানান,বৈঠকে এক নেতা আরেক নেতাকে লক্ষ করে কোন বিষেদাগার না করতে নির্দেশ দেয়া হয়েছে এবং সকলেই তাতে একমত হয়েছেন। এক সিনিয়র নোতা কোন বিষেদাগার করেন না আর তার কর্মীরা ফেসবুকে কিছু লিখলে সেটার দায়ভার তিনি নেবেন না বলেও সাফ জানিয়ে দেন।বৈঠকে প্রসঙ্গ আসে মহানগর বিএনপির কমিটি গঠন নিয়ে সেক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্ত চুড়ান্ত হবে বলে সকলে একমত পোষনের পাশাপাশি ঐ প্রবীণ নেতাকে সতর্ক করা হয়।
তবে সকল নেতাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাকে প্রার্থী দেবেন তার জন্য কাজ করে বরিশাল সদর আসনের সিট তাদের উপহার দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।

বৈঠক প্রসঙ্গে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জানিয়েছেন বরিশাল-৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক অভিবাবক জনাব তারেক রহমান’র নির্দেশনা মোতাবেক আগামী দিনগুলির রাজনৈতিক পথ চলার নির্দেশনা প্রদান করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।

এ প্রসঙ্গে জানতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার এ প্রতিবেদককে বলেন,অন্তর্কোন্দল ভুলে সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বরিশাল সদর আসনে কাউকে গ্রিনসিগনাল দেওয়া হয়েছে কী না এ বিষয়ে  জানতে সরোয়ার  বলেন, বিষয়টি এখনও হাইকমান্ড চূড়ান্ত করেনি বা ঘোষণা দেয়নি।’

©কপিরাইট নিয়ন্ত্রিত ২০২৫ দখিনের প্রতিবেদন 

 

Post Comment

YOU MAY HAVE MISSED