Loading Now

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র : রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক ।।

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল সদর রোডস্থ দলীয় কার্যালয়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা শাখার কর্মীদের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং বিকেলে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে অনুষ্ঠিত হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় রহমাতুল্লাহ বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ও দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষের নাগরিক অধিকার প্রয়োগের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই সময়ে জাতীয় নির্বাচনের গুরুত্ব ম্লান করার জন্য যারা গণভোটের দাবি তুলছেন, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আরও বলেন, দেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করলে এখন দুটি বড় নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয়।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, এখনই পরিষ্কার করে দেওয়া উচিত জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বা গণভোট অনুষ্ঠিত হবে না।

রহমাতুল্লাহ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি কখনো শ্রমিকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। বরং আগামী দিনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

পৃথক কর্মসূচির অংশ হিসেবে হাডুডু টুর্নামেন্টে
শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হেমায়ের হোসেন মুরাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সবুজ খান, আনসার আকনসহ ইউনিয়ন বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

Post Comment

YOU MAY HAVE MISSED