Loading Now

মনোনয়নপ্রত্যাশীদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

অনলাইন ডেক্স ।।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় ডিপ্লোমেটিক এলাকায় অবস্থিত হওয়ায় সাক্ষাৎপ্রার্থীদের অনুসারীসহ সেখানে না আসার নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাঁচ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাথে বৈঠকে এ নির্দেশনা দেন তারেক রহমান।

বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এ দিন রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাথে বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থিতা চূড়ান্তে ৫টি জরিপ ও সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদনের পর দলের মনোনয়নপ্রত্যাশীদের সাথে সরাসরি বৈঠক শুরু করেছেন তিনি।

তারেক রহমানের সাথে এই সাক্ষাৎকার ঘিরে মনোনয়নপ্রত্যাশী নেতাদের অনেকে শোডাউন করে অনেক অনুসারীসহ গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। এতে করে কার্যালয়ের সামনে ও আশপাশে নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় দেখা যায়।

সাক্ষাৎকার অনুষ্ঠানে মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনারা কেউ অনুসারীদের নিয়ে এখানে আসবেন না। এই এলাকা ডিপ্লোমেটিক জোন। তাই এখানে অহেতুক ভিড় করা যাবে না।

জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) একই স্থানে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাথে বৈঠক করবেন তারেক রহমান।

বিএনপি চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে গ্রিন সিগন্যাল (সবুজ সংকেত) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED