Loading Now

বরিশাল বিএনপি নেতাকে হত্যাচেষ্ঠা মামলায় আমান আটক

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশালে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়েছে ফরচুন সুজ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমানুর রহমানকে (৪৫)। শুক্রবার গভীর রাতে রাজধানীর উত্তরা থেকে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে
আমানুর রহমান বর্তমানে পুলিশ হেফাজতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে হত্যা চেষ্টার মামলায় ৩৩ নম্বর এজাহারনামীয় আসামি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মামলার প্রধান আসামি।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে আমানুর রহমানকে গ্রেপ্তার করেন তারা।

Post Comment

YOU MAY HAVE MISSED