‘অপারেশন ডেভিল হান্ট’: পটুয়াখালীতে আ.লীগ নেতা জাকির গ্রেফতার
পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালী সদর উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) রাতে পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. জাকির হোসেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, সম্প্রতি চালু হওয়া বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
জাকির হোসেনকে গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
								


                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Post Comment