Loading Now

‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিএনপির মনোনয়ন হারালেন কামাল

অনলাইন ডেক্স ।।

মাদারীপুর-১ আসনের জন্য ঘোষিত প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা, চলছে কানাঘুষা, উঠেছে প্রশ্ন। কয়েক ঘণ্টা না যেতেই কেন স্থগিত হয়ে গেল ফ্যাশন হাউজ ভাসাবির মালিকের মনোনয়ন?

জানা গেছে, কামাল জামান নুরুদ্দিন মোল্লার সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এবং ফ্যাসিস্ট আখ্যা পাওয়া দলটির শীর্ষ নেতা ও মন্ত্রীদের ওঠাবসা ছিল। এছাড়া পুলিশের মহাবিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের সঙ্গেও তার সখ্যতা ছিল চোখে পড়ার মতো।

মনোনয়ন ঘোষণার পর এরইমধ্যে কামাল জামান নুরুদ্দিন মোল্লার সঙ্গে বেনজীরের একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই সেটি ভাইরাল। ওই ছবিতে দেখা যায়, আওয়ামী-ঘনিষ্ঠ সাবেক আইজিপি বেনজীরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন কামাল জামান।

ব্যস, ছবিটি প্রকাশ হওয়ার সঙ্গেই সঙ্গেই বিতর্ক তুঙ্গে ওঠেছে। পাশাপাশি একটি ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায় কামাল জামানকে। এই নানা বিতর্কের জেরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে এসেছেন ভাসাবির মালিক।

এতসব বিতর্কের কারণেই কামাল জামানের মনোনয়ন প্রাপ্তি মানতে পারেননি মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর কর্মী ও সমর্থকরা। তারা সোমবার রাতেই বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করেন। এসবের জেরেই ভাসাবির কামালের মনোনয়ন স্থগিত হয়েছে বলে গুঞ্জন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কামালের মনোনয়ন স্থগিত করার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্তের নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত: ঘোষিত মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

Post Comment

YOU MAY HAVE MISSED