বরিশালে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ।।
রাজধানীর সবুজবাগ থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩। তার নাম মাইনুদ্দিন মোহন (৩০)।
সোমবার দুপুরে বরিশাল কোতয়ালি থানার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৮ এর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।
র্যাব জানায়, ২০১৮ সালে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের অভিযোগে সবুজবাগ থানায় মাইনুদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
২০২৪ সালের ২৮ মে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।



Post Comment