যে পুরুষ ভালো চুমু খেতে পারে তাঁকে পছন্দ: মালাইকা
বিনোদন ডেক্স ।।
বলিউডের বাতাসে জোর গুঞ্জন ফের প্রেমে মজেছেন মালাইকা অরোরা। এবারও তার হাটুর বয়সের যুবকের সঙ্গে নাম জড়িয়েছেন। প্রেমের বিষয়ে মুখ না খুললেও অভিনেত্রী জানিয়েছেন কেমন ছেলে পছন্দ তার।
এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন, নরম স্বভাবের পুরুষ তার পছন্দ নয়। বরং সাহসী পুরুষ পছন্দ এই অভিনেত্রীর। অভিনেত্রীর কথায়, ‘একটু রাগী চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।’
এখানেই শেষ নয়। পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে তা-ও জানিয়েছিলেন মালাইকা। তিনি বলেন, ‘সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ফ্লার্ট সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে।’
যে পুরুষ পরনিন্দা পরচর্চা করে তাঁকে একেবারেই পছন্দ নয় বলি তারকার। ওই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়ে মলাইকা জানিয়েছিলেন, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। অভিনেত্রীর কথায়, ‘আমি খুবই রোমান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামী দিনে কী হবে, না হবে সেটা এখনই বলা যাবে না।’
গত বছর অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। বর্তমানে অভিনেত্রীর নাম জড়িয়েছে হর্ষ মেহতা নামে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে। সম্প্রতি হার্ষের সঙ্গে বেশ ঘনিষ্টভাবে দেখা যায় অভিনেত্রীকে।



Post Comment