Loading Now

মাছ খাওয়ায় বিড়ালের গলা কেটে ফেলল নারী, থানায় জিডি

অনলাইন ডেক্স ।।

বগুড়ার আদমদীঘিতে মাছ চুরি করে খাওয়ার অপরাধে বুলবুলি খাতুন (২৬) নামে এক নারী ক্ষিপ্ত হয়ে বঁটি দিয়ে একটি বিড়ালের গলা কেটে ফেলেছেন। এরপর পেট চিড়ে নাড়িভুঁড়ি বের করে জমিতে ফেলে দিয়েছেন।

৪ নভেম্বর উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন পরদিন আদমদীঘি থানায় ওই নারীর বিরুদ্ধে জিডি করেছেন।

এছাড়া ময়নাতদন্তের জন্য মরা বিড়ালটি ঢাকার সিডিআইএলে পাঠানো হয়েছে।

অভিযোগে জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের খোকা মিয়ার মেয়ে বুলবুলি খাতুনের বাড়িতে একটি বিড়াল মাছ খেয়ে চলে যায়। এতে ক্ষিপ্ত হন তিনি। মঙ্গলবার দুপুরে ওই বিড়াল আবারও বাড়িতে এলে তিনি আটক করেন। এরপর বঁটি দিয়ে গলা কেটে বিড়ালটি হত্যা করেন। এছাড়া বুক চিড়ে নাড়িভুঁড়ি বের করে বাড়ির পাশে ধানখেতে ফেলে দেন।

প্রতিবেশী ইসাহাক আলীর স্ত্রী শামছুন্নাহার মিনা বিষয়টি জানার পর বিড়ালের মরদেহ বাড়িতে এনে বরফ দিয়ে সংরক্ষণের পর পুলিশকে খবর দেন।

একই এলাকার শামছুন্নাহার মিনা জানান, তিনি এক মাস আগে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। তার সঙ্গে পোষা ছয়টি বিড়াল ছিল। যে বিড়ালটি হত্যা করা হয়েছে, সেটি তার বিড়ালগুলোর সঙ্গে থাকত। প্রতিবেশী বুলবুলি মাছ খাওয়ার অপরাধে বিড়ালটিকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। এরপর তিনি (মিনা) বিষয়টি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে অবহিত করেন। পরে সেখান থেকে এমরান হোসেন নামে একজন এসে আদমদীঘি থানায় জিডি করেছেন।

এদিকে মাছ খাওয়ার অপরাধে অবলা প্রাণী বিড়ালের গলা কেটে হত্যার ঘটনায় ভিডিও ফেসবুকে প্রকাশ হলে জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্থানীয়রা জানান, বাংলাদেশের প্রচলিত আইনে প্রাণীর প্রতি নির্দয় আচরণ বা সহায়তার অপরাধে দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে এ আইনের তেমন ব্যবহার দেখা যায় না।

আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। ময়নাতদন্তের জন্য বুধবার রাতে বিড়ালটির মরদেহ ঢাকায় পাঠানো হয়েছে।

বুলবুলি খাতুন সাংবাদিকদের জানান, তিনি না বুঝে রাগের মাথায় বিড়ালটি মেরে ফেলেছেন। এর জন্য তিনি অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী।

আদমদীঘি থানা পুলিশের ওসি এসএম হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, জিডিমূলে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরা বিড়ালটি ঢাকার সিডিআইএলে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED