Loading Now

সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সহ ৫ কাউন্সিলরের জামিন না-মঞ্জুর

 

নিজস্ব প্রতিবেদক ॥

 

বরিশাল সদর আসনের সাবেক এমপি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এর জামিন না-মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাহিদ ফারুক শামীমকে হাজির করা হলে বিচারক জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল আমিন ওই আদেশ দেন।

অপরদিকে নগরের চৌমাথা এলাকায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা আরও একটি মামলায় শামীমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৪ আগস্ট বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটের মামলায় সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে গতকাল সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে দুটি মামলায় জামিন না-মঞ্জুর করেন বিচারক। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর জিআরও এনামুল হক।

 

অপরদিকে একই সময় সাবেক ৫জন কাউন্সিলরের জামিন আবেদন না-মঞ্জুর করে আদালত। এরা হলেন : ৪ নম্বর ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শামসুদ্দোহা আবিদ, ১০ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন, ১নম্বর ওয়ার্ডের আউয়াল মোল্লা, ৫ নম্বর ওয়ার্ডের কেফায়েত হোসেন রনি, ২৬ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির। গতকাল সোমবার দুপুর সাড়ে তিনটায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাহিদ ফারুক শামীমকে হাজির করা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED