বরিশালে বেড়েছে অপহরণের সংখ্যা
নিজস্ব প্রতিবেদক ।।
রোববার সকালে বরিশালের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন অতিরক্ত উপ-পুলিশ কমিশনার বেল্লাল হোসাইন, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন , সবায় আইন আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয় বরিশালে অক্টোবর মাসে মোট ৪৩২টি অপরাধ সংগঠিত হয়েছে। এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৪৭ টি, ও জেলায় ২৮৫ টিসহ মোট ৪৩২টি অপরাধ সংঘটিত হয়েছে। আইন শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এর মধ্যে অক্টোবর মাসে মেট্রোপলিটন এলাকায় পাঁচটি অপহরণের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর মাসে একটি অপহরণের ঘটনা ঘটেছে। এ থেকে বোঝা যায় বরিশাল মেট্রোপলিটন এলাকায় অপহরণের সংখ্যা বেড়েছে। অপরদিকে মেট্রোপলিটন এলাকায় ১৩ টি ধর্ষণের ঘটনা ঘটেছে সেপ্টেম্বর মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ১৫ টি। অপরদিকে জেলায় ২৮৫ টি অপরাধ সংগঠিত হয়েছে।
সেপ্টেম্বর মাসে জেলায় ১৮৬ টি অপরাধ সংগঠিত হয়েছে। এ থেকে বোঝা যায় অক্টোবর মাসে বরিশাল জেলায় অপরাধের সংখ্যা বেড়ে গেছে। আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক বলেন নির্বাচনকে সামনে রেখে যাতে কোন অপরাধ না ঘাটে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। শহরে কিশোর গ্যাঙের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক বলেন কোন রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে রাস্তা বন্ধ করে কোন আন্দোলন করা যাবে না। রাস্তা বন্ধ করে আন্দোলন করলে জনগণের দুর্ভোগ পোহাতে হয়। সে ব্যাপারে আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য নির্দেশ দেওয়া হয়। ইভটিজি; বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য বুঝলা নির্বাহী অফিসারদের বলা হয়। সন্ধ্যার পর হাতেম আলী কলেজ থেকে চৌমাথা পর্যন্ত টহল পুলিশ বৃদ্ধি করবার জন্য বলা হয়।
অক্টোবর মাসে মাদকের বিরুদ্ধে চল্লিশটি মোবাইল কোট এবং ১৩৮ টি অভিযান পরিচালনা করে ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডা প্রদান করা হয়েছে। অপরদিকে নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং ধর্ষণ প্রতিরোধে দশটি উপজেলায় অক্টোবর মাসে মহিলা বিষয় বরিশাল উপ-পরিচালকের আয়োজনে ৪৩ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর পূর্বে আচ্ছা ঠিক আছে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে সরজমিনে পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা সরবরাহ করবার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের বলা হয়। সবায় আরো জানানো হয় বরিশাল জেলার ৮৮ টি হেরা আদালতে অক্টোবর মাসে ১৪২ টি এবং ফৌজদারি মামলা ২১৭ টি সহ মোট ৪৩২ টি মামলার মধ্যে ৩৬৪ টি মামলা নিষ্পত্তি করার সহ ৬২ লক্ষ ৯৪ ছয় শত টাকা ক্ষতিপূরণ বাবদ আদায় করা হয়েছে।



Post Comment