বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, আহত স্ত্রী
অনলাইন ডেক্স ।।
রাজশাহী মহানগর দায়রা জজ (জেলা জজ) আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার স্কুল পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৮) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় স্পার্কভিউ ভবনে এই নৃশংস ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের হামলায় বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিচারক আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে রাজশাহী মহানগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকার ওই ভবনে ভাড়া বাসায় বসবাস করেন। তাওসিফ রহমান সুমন নগরীর একটি স্কুলের নবম শ্রেণিতে পড়তো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অপারেশন করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডাবতলার স্পার্কভিউ নামের ওই ভবনের ম্যানেজার মাহবুব জানান, বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচ তালায় ঝামেলা হচ্ছে গৃহকর্মীর এমন খবরে তিনি সেখানে যান। গিয়ে দেখেন বিচারকের ছেলে সুমন, বিচারকের স্ত্রী তাসমিন নাহার ও সন্দেহভাজন ঘাতক লিমন মিয়া রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। সকলকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন। আহত তাসমিন নাহার ও লিমন মিয়াকে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঘাতক লিমনের বাড়ি গাইবান্ধায় বলে জানা গেছে। ঘটনার সময় বিচারক বাসায় ছিলেন না।
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, পুলিশ এখনও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক তদন্ত দল কাজ করছে। হত্যার কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তি আহত অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে।



Post Comment