Loading Now

বরিশালে আন্ত:বিশ্ববিদ্যালয় ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

‘গণতান্ত্রিক সমাজে তারুণ্যের কণ্ঠস্বর ও নাগরিক দায়িত্ব’ থিমকে ধারণ করে বরিশালে লাল সবুজ সোসাইটি আয়োজন করে ‘ইন্টার-ইউনিভার্সিটি ডিবেট প্রতিযোগিতা ২০২৫’।

শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বরিশালের বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিযোগিতায় বরিশালের ব্রজমোহন কলেজ , ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ , বরিশাল বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুই ধাপের প্রাথমিক রাউন্ড শেষে সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হয়-
দিনব্যাপী এই কর্মসূচিতে সকাল সাড়ে ১০টা থেকে থেকে বিকেল ৫টা পর্যন্ত নাগরিক অধিকার নিয়ে বিতর্ক, আলোচনা এবং পরবর্তীতে পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।

লাল সবুজ সোসাইটি কর্তৃক প্রতিযোগিতাটি আয়োজন করা হয় ‘রিক্লেইম সিভিক স্পেস থ্রো ডায়লগ এন্ড সিটিজেন জার্নালিজম’ প্রকল্পের আওতায় ও এশিয়া ফাউন্ডেশনের(পেরি প্রোগ্রাম) এর সহায়তা এবং ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রাক্তন বিতার্কিক এ এস এম আক্রামুল হুদা বাপ্পি,
চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক শামসুর নাহার পপি, কুষ্টিয়া ডিবেটিং সোসাইটির প্রাক্তন সভাপতি কাজী নিশাত আঞ্জুম(সেমন্তী) ও স্পিকার হিসেবে ছিলেন বরিশালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক শামিম আহসান।

আয়োজকরা জানান, “এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের যুক্তি, মতামত ও নাগরিক দায়িত্ববোধের চর্চাকে উৎসাহিত করতে চাই। এটি শুধু একটি বিতর্ক নয়, বরং সচেতন নাগরিক গড়ে তোলার এক অনন্য প্ল্যাটফর্ম।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা, সমাজসেবা অধিদপ্তর সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।

এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাড়াও, বরিশালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সংগঠনের প্রতিনিধি , সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED