গৌরনদীতে সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৪
গৌরনদী প্রতিনিধি ।।
বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১৪ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন।
বিপুল হোসেন সাংবাদিকদের বলেন, “সাকুরা পরিবহনটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি পাশের পকেট রাস্তা থেকে বেপরোয়া গতিতে মহাসড়কে ওঠে। তাৎক্ষণিক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দ্রুতগতির সাকুরা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাঁদে পড়ে যায়।”
খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা মাঝারি হলেও সবাই চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতাকে দায়ী করছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব রয়েছে, যা যানবাহন চলাচলে ঝুঁকি বাড়িয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।



Post Comment