শততম টেস্টে মুশফিকের শতকের অপেক্ষায় বাংলাদেশ
স্পোর্টস ডেক্স ।।
ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি থেকে ১ রান দূরে রয়েছেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত আছেন তিনি।
সেঞ্চুরির লক্ষ্য নিয়ে আজ (বৃহস্পতিবার) টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামবেন এই উইকেটকিপার ব্যাটার। এমনটাই মনে করেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার মোমিনুল হক। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ কাল সেঞ্চুরি হয়ে যাবে। আজ (বুধবার) না হওয়ায় আমরা বা মুশফিক বিচলিত নন।’
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মোমিনুল বলেন, ‘সেঞ্চুরি না হলেও মুশফিক বিচলিত নন। একসময় মনে হচ্ছিল, আজকে হয়ে যাবে সেঞ্চুরি। কিন্তু তারা বোলিংয়ে দেরি করায় শতক হয়তো হয়নি। আমিও সেঞ্চুরি নিয়ে খুব বেশি চিন্তিত না। কারণ ১০০ বা ২০০ করার অভ্যাস তার (মুশফিক) আছে।’
তিনি আরও বলেন, ‘আমিও জানি, এসব বিষয় (সেঞ্চুরি) নিয়ে মুশফিক বিচলিত হয় না। আল্লাহর রহমতে এসব নিয়ে প্যানিক কম হয় সে। তার আত্মবিশ্বাস আছে। অন্য কেউ থাকলে হয়তো চিন্তার বিষয় ছিল। যেহেতু মুশফিক, তাই চিন্তার কিছু নাই। আমার মনে হয় সেও প্যানিক হয় না, আমরাও কেউ প্যানিক না। কালকে ইনশাআল্লাহ হয়ে যাবে।
বুধবার ৯৫ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ২১৪ বলে ১০৭ রানের জুটি গড়েন মোমিনুল। এরপর লিটন-মুশফিক যোগ করেন অবিচ্ছিন্ন ৯০ রান। প্রথম দিন শেষে বাংলাদেশ পায় ৪ উইকেটে ২৯২ রানের সংগ্রহ।
প্রথম ইনিংসে ৩৫০ থেকে ৪০০ রান করার লক্ষ্য বাংলাদেশের, এমনটাই জানান মোমিনুল।
তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় প্রথম ইনিংসে এখানে যদি ৩৫০ রান করেন এই মাঠে ৪০০ রানের সমান। ৪০০-৪৫০ রান হলে তো আরও ভালো। আমরা এখন যে অবস্থায় আছি, আমার কাছে মনে হয় ৪৫০ রান হয়ে যাবে।’



Post Comment