Loading Now

এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব

 

স্পোর্টস ডেক্স ।।

ভারতের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। তবুও এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান।

যদিও ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে তার খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সাকিবের দলের সঙ্গে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এরপর সাকিব দলের সঙ্গে দেশে ফেরেননি।

সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে তিনি চলে যান ইংল্যান্ডে। এরপর তার দলের সঙ্গে দেওয়ার কথা ভারতে।

কিন্তু এখনো যুক্ত হননি তিনি। কবে দেবেন?
এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে পরশু যেহেতু ম্যাচ, কালই সাকিবের যোগ দেওয়ার কথা দলের সঙ্গে। তিনি না থাকলেও দলের অনুশীলন চলছে পুরোদমেই। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে।

Post Comment

YOU MAY HAVE MISSED