Loading Now

বড় ভূমিকম্পে ধসে পড়বে ঢাকার সাড়ে ৮ লাখ ভবন

অনলাইন ডেক্স ।।

ঢাকা শহরের অদূরে মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার বেশি ভূমিকম্প আঘাত হানলে প্রায় ৪০ শতাংশ বা ৮ লাখ ৬৪ হাজার ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রূপালী বাংলাদেশকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আরবান রেজিলিয়েন্স প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক ড. আব্দুল লতিফ হেলালী।

তিনি বলেন, ‘৬.৯ মাত্রার বেশি ভূমিকম্প হলে ঢাকায় ২ থেকে ৩ লাখ মানুষ নিহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া প্রায় ২৫ হাজার মিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হতে পারে।’

ড. আব্দুল লতিফ হেলালী বলেন, ‘ঢাকার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে এরই মধ্যে মাটির গুণগত মান পরীক্ষা করে একটি ‘রিস্ক সেনসিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান’ তৈরি করা হয়েছে। ভূমিকম্প সহনীয় ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত ভবন পরীক্ষার জন্য ‘আরবান সেফটি অ্যান্ড রেজিলেন্স ইনস্টিটিউট’ নামে একটি প্রতিষ্ঠান অনুমোদনের প্রক্রিয়ায় আছে।’

বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘সঠিক ফাউন্ডেশন, সয়েল টেস্ট এবং ইঞ্জিনিয়ারের তদারকি ছাড়া নির্মিত ভবনগুলোই মূলত সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে।’

বিশেষজ্ঞদের মতে, মধুপুর ফল্ট উত্তর-মধ্যবাংলায় মধুপুর ট্র্যাক্ট এলাকায় অবস্থিত একটি সক্রিয় ভূ-তাত্ত্বিক ফল্ট লাইন। প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ এই ফল্টটি উত্তর-দক্ষিণ দিক বরাবর বিস্তৃত এবং ঢাকার ভূমিকম্প ঝুঁকির অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত।

রাজউকের সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, মধুপুর ফল্টে বড় ধরনের কম্পন ঘটলে ঢাকার ভঙ্গুর ও অনিয়মিত নির্মাণকাজ বড় ক্ষতির ঝুঁকিতে পড়বে।

Post Comment

YOU MAY HAVE MISSED