Loading Now

বরিশালে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে ডেঙ্গুর চোখ রাঙানি কমছেই না। গত ২৪ ঘণ্টায় শিশুসহ আরও দুজন প্রাণ হারিয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মৃতরা হলেন: ভোলা সদরের বাপ্তা গ্রামের জুয়েলের দেড় বছরের শিশু সাবিদ ও বরগুনার আমতলীর সোনাখালী গ্রামের আর্শেদ আলীর ছেলে আবু বকর (৫০)। তারা দুজনেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ হাজার ৪০১ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩১৫ জন।

চলতি বছর মোট মৃত্যু হয়েছে ৪৭ জনের; যার মধ্যে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে মারা গেছেন ২৮ জন।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশা নিয়ন্ত্রণে উদ্যোগের পাশাপাশি জটিলতা ও প্রাণহানি এড়াতে লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এ ছাড়াও নিজ স্থান থেকে সবাইকে সর্তক হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED