সত্য সমাদৃত মিথ্যা পরাভূত, ফের সাংগঠনিক পদে ফিরলেন বিএনপির শিরিন
দীর্ঘ ১ বছর ৩ মাস পরে সাংগঠনিক পদ সহ দায়িত্ব ফিরে পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন। দলীয় সিদ্ধান্তে ২০২৪ সালের ১১ আগস্ট পদ স্থগিত করার পর গতকাল শনিবার ২২ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিষয়টি বিএনপির মিডিয়া সেল এ র মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের ১১ আগস্ট তার ওপর আরোপিত দলীয় সব পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে শিরীন আবারও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতকাল (২২ নভেম্বর-২০২৫) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২২ নভেম্বর-২০২৫ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করবেন এ্যাড. বিলকিস জাহান শিরিন। উল্লেখ্য, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার হামলা, মামলা ও পুলিশী নির্যাতনের শিকার হয়েছিলেন এ্যাড. বিলকিস জাহান শিরিন।কিন্তু ব্যাক্তি আক্রোশপ্রসূত হয়ে কিছু মিডিয়ায় তাকে নিয়ে ভুল তথ্য প্রচার ও ষড়যন্ত্রকারীরা সেই পত্রিকা বিএনপির হাইকমান্ডের নিকট তুলে দিয়ে শিরিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য করা হয়।তবে পদ স্থগিত আদেশ প্রত্যাহার হওয়ার পর সত্য সমাদৃত হলো এবং মিথ্যা পরাভূত হলো বলে মনে করছেন শিরিন সমর্থকরা।
এ বিষয়ে বিলকিস জাহান শিরিন তার মন্তব্য জানিয়েছেন ঠিক এই ভাবে যে
“রাজপথ কে বসত বানিয়েছিলাম। রাজপথে ই ফিরে আসছি ইনশাল্লাহ”



Post Comment