খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন: মেডিকেল বোর্ড
অনলাইন ডেক্স ।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি তাঁর হার্ট ও ফুসফুসেও ইনফেকশন দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘চেস্টে সংক্রমণ হয়েছে। হার্ট ও ফুসফুসও এতে আক্রান্ত। আগামী ১২ ঘণ্টা তাকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ঠিক কতদিন তিনি হাসপাতালে থাকতে পারেন, তা এ মুহূর্তে নির্ধারণ করা সম্ভব নয়। তার ভাষায়, ‘সম্পূর্ণটাই নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর।’
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে। সেখানে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়েছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ীই তিনি অনুষ্ঠানে যোগ দেন বলে জানিয়েছে তার প্রেস উইং।
দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা ও চোখের অসুস্থতাসহ একাধিক রোগে ভুগছেন খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে থাকার পর গত ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে একাধিকবার এভারকেয়ার হাসপাতালে নিতে হয়েছে।



Post Comment