Loading Now

তামিমকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় বাবর

স্পোর্টস ডেক্স ।।

বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের চেয়ে ৫৭ ম্যাচ কম খেলে তামিমের চেয়েও বেশি রান করেছেন।

বাংলাদেশ দলের সাবেক তারকা ওপেনার তামিম টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে সবমিলে ৩৯১ ম্যাচ খেলে ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে ১৫ হাজার ২৪৯ রান করেন।

 

বাবর আজম ইতোমধ্যে ৩৩৪ ম্যাচে অংশ নিয়ে ৩২টি সেঞ্চুরি আর ১০৫টি ফিফটির সাহায্যে ১৫ হাজার ২৫৯ রান করেছেন।

রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৫২ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলার পথে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ছাড়িয়ে যান বাবর আজম।

বাবর ইতোমধ্যে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। ২০ হাজার ৫৪১ রান করে শীর্ষে আছেন পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম-উল হক।

১৭ হাজার ৭৯০ রান করে এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন ইউনুস খান। ১৭ হাজার ১৩৪ রান করে তৃতীয় পজিশনে আছেন মোহাম্মদ ইউসুফ। ১৬ হাজার ২১৩ রান করে চতুর্থ পজিশনে আছেন জাবেদ মিঁয়াদাদ।

Post Comment

YOU MAY HAVE MISSED