Loading Now

আগুনে ভস্মীভূত বিএনপি কর্মীর দোকান, সহায়তায় রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সদর উপজেলার ৪ নং শায়েস্তাবাদ ইউনিয়নে বিএনপির একনিষ্ঠ কর্মী মোঃ আইয়ুব ফরাজীর একমাত্র আয়ের উৎস তার ছোট দোকানঘরটি। সম্প্রতি গভীর রাতে ঘাপটি মেরে থাকা দুর্বৃত্তরা, স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে আওয়ামী সন্ত্রাসীরা দোকানটিতে আগুন ধরিয়ে দেয়।
মুহূর্তেই আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়। এতে আইয়ুব ফরাজী তার স্ত্রী-সন্তানসহ চরম বিপদে পড়ে যান।

ঘটনার পর গতকাল দুপুরে ক্ষতিগ্রস্ত দোকান ঘর পরিদর্শনে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

তিনি ঘটনাস্থলে সরেজমিন পরিস্থিতি দেখে আইয়ুব ফরাজীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মীর রুটি-রুজির উপর এমন বর্বর হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি।

পরিদর্শনের সময় শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল কবির ফরহাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, নেতাকর্মী ইলিয়াস আহমেদ, স্থানীয় বিএনপি নেতা মনিরুল ইসলাম, বাদল সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, আইয়ুব ফরাজীর কোনো শত্রু নেই। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। দোকানঘর পুড়িয়ে দেওয়ায় পরিবারটি এখন মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পাশে থাকার আশ্বাস দেন।

Post Comment

YOU MAY HAVE MISSED