Loading Now

রাজনীতিতে নারী অনলাইন হয়রানি প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

আজ নারীর প্রতি লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে শুরু হওয়া ২০২৫ সালের ১৬ দিনব্যাপী সক্রিয়তার প্রথম দিনে, ২৫ নভেম্বর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ), বরিশাল “রাজনীতিতে নারী: অনলাইন-হয়রানী প্রতিরোধে সংলাপ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সহায়তা এবং এফসিডিও-এর অর্থায়নে সংলাপটির আয়োজিত করা হয়। নগরীর ইউরো কনভেনশন হলের সভা কক্ষে সকাল সারে ১০ টায় অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব এডভোকেট আবুল কালাম শাহিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ মুসা, গনঅধিকার পরিষধের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, জামায়াত ইসলাম ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফাতেমা তুজ জোহরা নদী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মহসিনা হোসেন প্রমুখ।

নারী রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রযুক্তি-সুবিধাযুক্ত লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধে আয়োজিত এ সংলাপে উঠে আসে নানা করণীয়। এছাড়াও সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, পুলিশ প্রশাসন, নাগরিক সমাজ ও যুব প্রতিনিধিবৃন্দ। নারী রাজনীতিবিদরা তাদের সাথে ঘটে যাওয়া এ সংক্রান্ত প্রতিকূলতাগুলো তুলে ধরেন এবং সমাধানের লক্ষ্যে কথা বলেন। মানসিকতা পরিবর্তন, আইনের যথাযথ বাস্তবায়ন, সামগ্রিক সচেতনতা তৈরি, একতাবদ্ধ উদ্যোগ, রাজনৈতিক দলগুলোর উদ্যোগ গ্রহণ, সরকারী পদক্ষেপ-এর সুপারিশের পাশাপাশি এমএফ-এর করণীয়গুলো নিয়ে আলোচনা করা হয়৷

এছাড়াও ২০২৫ সালের মে মাসে গেজেট প্রকাশের মাধ্যমে Cyber Security Ordinance, 2025 প্রণীত হয়েছে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এই নতুন আইন-অর্ডিন্যান্সে অনলাইনে নারী ও শিশুদের প্রতি অত্যাচার, অপতথ্য ব্যবহার বা প্রকাশের হুমকি এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED