Loading Now

বরগুনায় নছিমন উল্টে প্রাণ গেল শ্রমিকের

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার তালতলীতে নছিমন উল্টে মাসুম (৩৫) নামের এক টিউবওয়েল শ্রমিক নিহত হয়েছেন। এ সময় ড্রাইভারসহ গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলার আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের সানুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের আবুল চৌকিদারের ছেলে। আহতরা হলেন একই গ্রামের আবির হোসেন ও পাথরঘাটা উপজেলার চর মাসুয়াখালি গ্রামের হৃদয়। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, তালতলী থেকে টিউবওয়েলের মালামাল বহন করে নছিমনযোগে আটজন শ্রমিক কলাপাড়া যাচ্ছিলেন।

পথে হরিণবাড়িয়া ব্রিজ পার হয়ে সানুর বাজারের আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ওই সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাসুমের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ হাসপাতালে আসেননি।

Post Comment

YOU MAY HAVE MISSED