Loading Now

বরিশালে ইএসডিও এর আয়োজনে চাকুরি মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

‎বরিশালে ইএসডিও এর আয়োজনে দিনব্যাপী
চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে নভেম্বর বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষনার্থীদের জন্য ইউনিসেফের সহযোগিতায় ইএসডিও এর আয়োজনে চাকরি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল মহিলা বিষয় অধিদপ্তরের উপ পরিচালক মেহেরুন নাহার মুন্নি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাহাবুদ্দীন সরদার, জেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাত আরা খানম, বরিশাল ইউনিসেফর চিফ অব ফিল্ড অফিস আনোয়ার হোসাইন। ইএসডিও-এএলপি প্রজেক্টের বরিশালের জেলার এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ মানিক মিয়ার শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনায় করেন।

এছাড়া ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষনার্থীরা।


‎মেলায় অংশগ্রহনকারিদের আগ্রহ বাড়াতে নারীদের তৈরীকৃত পণ্যের স্টল বসানো হয়েছে। সেখানে ভীড় ছিলো দর্শনার্থীদের। নানা রকম বাহারি পন্য প্রদর্শন করা হয় স্টলে স্টলে। প্রশিক্ষণের দক্ষতা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান নারীরা। প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে দক্ষতা সম্পন্ন প্রার্থীকে বেছে নিতে বায়োডাটা সংগ্রহ করছেন উদ্যোক্তারা।

মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইএসডিও দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ প্রদান, চাকরির সংযোগ প্রদানসহ কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।এ জব ফেয়ার চাকরি প্রত্যাশী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

 

আয়োজকরা জানান,ভবিষ্যতেও তারা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবেন। এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইএসডিও এএলপি বরিশালের সকল উন্নয়ন কর্মী। তারা জানান এবারের চাকুরি মেলায় বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে ১৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এদিকে দিনব্যপী ব্যাতিক্রমী এ মেলার আয়োজন ছিল দর্শনার্থীদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। মেলাকে ঘিরে চাকুরি প্রত্যাশী প্রশিক্ষক ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিনত হয়েছে। এতে ৬৮ জন প্রশিক্ষিত নারীর কর্মসংস্থান হয়েছে। এছাড়াও ৮ জন প্রশিক্ষিত নারী উদ্যোক্তা ঋণ সুবিধা পেয়েছেন। চাকরি পেয়ে বেশ আনন্দিত তারা। জানা গেছে,ইএসডিও থেকে প্রায় ১৮০ জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষাণার্থী চাকুরি মেলায় নিবন্ধন করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED