বরিশালের নেতাদের সাথে তারেক রহমানের টেলিকনফারেন্স ঘিরে নানা গুঞ্জন!
বরিশাল সদর আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে নয়া উত্তাপ শোনা যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে সদর আসনের বিএনপির নেতাদের সরাসরি ঢাকায় ডেকে নিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এককভাবে স্কাইপিতে কথা বলার নানাবিধ গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্র জানায় ১৮ নভেম্বর বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের সাথে প্রায় আধাঘন্টা ব্যাপি আলাদা ভাবে কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উক্ত বৈঠকে মহানগর বিএনপির রাজনীতি এবং সামনে নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার সিদ্ধান্ত হয়। তবে বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র বলছে ভিন্ন কথা, মহানগর বিএনপি’র এক শীর্ষ নেতা ঐ বৈঠকে বরিশাল থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে তারেক রহমানকে নির্বাচন করার অনুরোধ জানান একই সাথে তুলে ধরেন বর্তমান সম্ভাব্য প্রার্থীর সাথে মহানগর বিএনপির একাধিক নেতার দূরত্ব এবং তা প্রভাব ফেলতে পারে ভোটের মধ্যে এমনটাও আশঙ্কা করেন তারা। তবে অপরজন তার নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে এমনকি সরোয়ারকে বিজয়ী করতে কাজ করবেন বলে অভিমত দেন। এর পরেরদিন অর্থাৎ ১৯ শে নভেম্বর বরিশাল থেকে ঢাকায় ডেকে নেয়া হয় সিনিয়র যুগ্ন আহবায়ক ও মহানগর বিএনপির একটি অংশের নেতৃত্ব দেওয়া আফরোজা খানম নাসরীনকে। তার সাথে বিকেলে প্রায় ৩৭ মিনিট বরিশাল মহানগরের রাজনীতি ও সামনের নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে একই সাথে নাসরীন সামনের নির্বাচনকে ঘিরে প্রার্থীর অতিউৎসাহী কিছু কর্মীর থেকে নিজের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। নাসরীনের সাথে বৈঠকের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই দিন কথা বলেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ও একটি অংশের নেতৃত্ব দেয়া মীর জাহিদুল কবির জাহিদের সাথে। তার সাথেও প্রায় ২০ মিনিট কথা বলেন তারেক রহমান। সেখানে ধানের শীষ বিজয়ী করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্যদিকে ২০ নভেম্বর বরিশাল সদর আসনের অপর ২ নেতা এবাইদুল হক চাঁন ও আবু নাসের রহমতুল্লাহর সাথেও কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরা দুজনেই বরিশাল সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এদের মধ্য থেকে পৃথক আলোচনায় কেউ চেয়েছেন কর্মীদের নিরাপত্তা আবার কেউ প্রার্থীতা পূর্ণ মূল্যায়নের দাবি জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন সূত্র। সবশেষে ২২ নভেম্বর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সাথে। প্রায় আধাঘন্টাব্যাপী তারেক- সরোয়ারের বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলকে সমন্বয় করে আগামী দিনে পথ চলার নির্দেশনা এবং বিভেদ দূরীকরণে ঐক্যর মাধ্যমে কাজ করার নির্দেশ দেন। তবে সরোয়ার সমর্থিত বিশ্বস্ত একটি সূত্র জানায় নির্বাচনে জয়লাভের জন্য সরোয়ার মহানগর বিএনপির কমিটির পূর্ণ গঠন ও ওয়ার্ড পর্যায়ে সাবেকদের মূল্যায়নের বিষয়টি তারেক রহমানের দৃষ্টিগোচর করেন। সে ক্ষেত্রে তারেক রহমান কোন ব্যবস্থা নেন কিনা সেটাই এখন দেখার বিষয়।



Post Comment