চার দফা দাবিতে বরিশালে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরত
নিজস্ব প্রতিবেদক ।।
চার দফা দাবিতে সারাদেশের মতো বরিশালেও কর্মবিরতি শুরু করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। হঠাৎ করে বন্ধ করা হয়েছে স্কুলের পরীক্ষা। বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা।
আজ সোমবার সকাল থেকে বিদ্যালয়ে কর্মবিরতি শুরু করে শিক্ষকরা। তারা জানান- ৪ দফা দাবিতে তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। দাবিগুলো হলো, সহকারী শিক্ষক পদ বিসিএসের আওতাভুক্ত করে গেজেট প্রকাশ, শুন্য পদে নিয়োগ পদোন্নতি পদায়ন, বকেয়া টাইমস্কেল তিন কর্মদিবসের মধ্যে প্রদান ও সহকারী শিক্ষকদের তিনটি ইনক্রিমেন্ট দিয়ে গেজেট প্রকাশ।
প্রথম দফায় তারা তিনদিনের কর্মবিরতির কথা জানিয়েছেন। এর মধ্যে দাবী না মানলে কঠোর কর্মসূচি পালন করা হবে। এদিকে এবিষয়ে শিক্ষার্থীদের দিকে তাকিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন শিক্ষা কর্মকর্তা।



Post Comment