পটুয়াখালীতে ছেলের দেওয়া আগুনে বাবার বসতঘর পুড়ে ছাই
পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালীর বাউফলে মাদক গ্রহণের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা ছেলে রেজাউল করিম রাজিবের (২৭) দেওয়া আগুনে বাবার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা পরিবারের সদস্যদের।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ ফকিরের ছেলে রাজিব অতিরিক্ত মাদক গ্রহণের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ফলে তাকে দীর্ঘদিন মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি রাখলেও সে পরিপূর্ণ সুস্থ হয়নি। সকালে পরিবারের কেউ বাড়িতে না থাকায় রাজিব ঘরে আগুন লাগিয়ে দেয়। চারিদিকে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, ধান-চালসহ সবকিছু পুড়ে অঙ্গার হয়ে যায়।
আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে জানালে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রাজিবের বাবা মোশারফ ফকির বলেন, আমাগো সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এখন কই যাব, কীভাবে চলব কিছুই বুঝতে পারছি না। ছেলের পেছনে লাখ লাখ টাকা খরচ করে, এখন আমি নিঃস্ব।
এ বিষয়ে বাউফল ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, যেখানে আগুন লেগেছে, সেই স্থান আমাদের স্টেশন থেকে প্রায় ২১-২২ কিলোমিটার দূরে। আমরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়, কিন্তু আগুন যাতে আশপাশে ছড়িয়ে পড়তে না পারে এজন্য সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলা হয়।



Post Comment