Loading Now

খালেদা জিয়া বাংলাদেশের জনগণের কাছে চিরদিন শ্রদ্ধার মুকুট হয়ে থাকবে-রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক ।।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি মুছে দিতে যারা ব্যর্থ চেষ্টা করেছিল, আজ তারাই ধীরে ধীরে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার (৫ ডিসেম্বর ) জুমার নামাজের পরে বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিহঙ্গল দারুনিয়া মসজিদ-মাদ্রাসা প্রাঙ্গণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও আপসহীন রাজনৈতিক নেত্রী হওয়া সত্ত্বেও বিভিন্ন সময়ে বেগম খালেদা জিয়ার রাজনীতি শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু তার সততা, দৃঢ়তা ও সাহসিকতার জন্য তিনি আজ দেশের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য ও শ্রদ্ধার প্রতীক।

তিনি করেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দেশের সর্বস্তরের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, পাড়া-মহল্লা—সর্বত্র তার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা হচ্ছে, যা প্রমাণ করে তিনি এখনো মানুষের হৃদয়ের নেত্রী।

এ সময় তিনি বলেন, যারা বেগম জিয়ার রাজনৈতিক চরিত্র নিয়ে অপপ্রচার করেছে, তাদের প্রতি দেশের মানুষের আস্থা হারিয়ে গেছে। বরং জনগণের প্রতিক্রিয়া স্পষ্ট করে যে তারা এখন অতীতের অন্যায়-অবিচারের বিচার প্রত্যাশা করে।

রহমাতুল্লাহ আরও বলেন, এক সময় যাদের হাতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের রাজনৈতিক অবস্থান আজ ভেঙে পড়েছে। এটি প্রমাণ করে তারা জনগণের স্বার্থে কখনো কাজ করেনি।

তিনি মন্তব্য করেন, বেগম খালেদা জিয়া এখনো দেশের রাজনীতিতে অবিসংবাদিত, আপসহীন ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বের প্রতীক হিসেবে স্বীকৃত। ভবিষ্যতেও তিনি বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের কাছে চিরদিন শ্রদ্ধার মুকুট হয়ে থাকবেন।

বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ রাকিব তালুকদারের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মিলন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শানু আকন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ, -কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হেসেন, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মনির খান, মহানগর ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জুয়েল প্রমুখ।

Post Comment

YOU MAY HAVE MISSED