পটুয়াখালীতে শিক্ষক আন্দোলনের আহ্বায়কসহ ৪ শিক্ষককে স্ট্যান্ড রিলিজ
পটুয়াখালী প্রতিনিধি ।।
সরকারি প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আহ্বায়ক গাজী মশিউর রহমান এবং সদস্য সচিব মো. উজ্জল খান ও দাবি বাস্তবায়ন পরিষদের আরও দুজনসহ মোট চারজন শিক্ষককে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। উল্লিখিত চারজন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে তাদের ৪ জনকে পার্শ্ববর্তী বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের স্বাক্ষর করা ওই অফিস আদেশে জানানো হয়েছে, বিদ্যমান শূন্য পদে প্রশাসনিক কারণে নিজ বেতন স্কেলে উপজেলার দক্ষিণ ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মশিউর রহমানকে তার বর্তমান কর্মস্থল থেকে আমতলী উপজেলার উত্তর চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিবুল হাসানকে একই উপজেলার উত্তর গেরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এনএস আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম শামীম আহমেদকে বরগুনার তালতলী উপজেলার নিদ্রারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ছৈলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. উজ্জল খানকে একই উপজেলার (তালতলী) মরানিদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।
বদলিকৃত ৪ শিক্ষক গাজী মশিউর রহমান, রাজিবুল হাসান ও মো. নাসির উদ্দিন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের উপজেলা কমিটির যথাক্রমে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং মো. উজ্জল খান সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। অফিস আদেশে আরো বলা হয়, বদলির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, হিসাবরক্ষণ অফিস, আইএমডি এবং মহাপরিচালকের পিএসহ মোট নয়টি দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।
এদিকে শিক্ষকদের বদলি আদেশনামা গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে অভিভাবক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বদলিকৃত শিক্ষকদের পক্ষে বিপক্ষে মন্তব্য করে পোস্ট করছেন। এছাড়া শিক্ষকদের আন্দোলনের মধ্যে এই বদলির আদেশে শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্ট্যান্ড রিলিজের বিষয়ে জানতে সরকারি প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ মির্জাগঞ্জ উপজেলার আহ্বায়ক গাজী মশিউর রহমান ও সদস্য সচিব মো. উজ্জল খান বলেন, বরিশাল বিভাগে মোট ৪ জনকে বদলি করা হয়েছে। ৪ জন শিক্ষকই সরকারি প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের মির্জাগঞ্জ উপজেলার প্রথম সারির নেতৃত্বে ছিলাম। প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের স্থানীয় কমিটি নিয়ে দ্বন্দ্বে আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা। এর মধ্যে গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি।



Post Comment