বরিশালে মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের হেলাল
আজ শনিবার আসরের নামাজের পরে বরিশাল-৫ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নতুল্লাবাদ বাজার থেকে শুরু হওয়া এ গণসংযোগ কাশিপুর বাজারে গিয়ে শেষ হয়।
গণসংযোগ শেষে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল উপস্থিত ব্যবসায়ী, যুবক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “আমরা নির্বাচিত হলে দেশের ব্যবসায়ীরা আরও স্বাচ্ছন্দে ব্যবসা করতে পারবেন। কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য আনতে পারবেন মাঝখানে কোনো সিন্ডিকেটের চক্র থাকবে না। এতে আপনাদেরও দাম কমবে, ক্রেতারাও ন্যায্যমূল্যে পণ্য পাবে।”



Post Comment