নগরীতে হানিট্রাপ চক্রের নারী সদস্য আটক
বরিশাল নগরে সক্রিয় হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ভাটিখানা এলাকা লক্ষ্য করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে লক্ষ্য করে ফাঁদে ফেলে অর্থ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে.
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক নারী নগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও ভাড়া বাসা কেন্দ্রিক ফাঁদ পেতে প্রতারণার কাজে জড়িত ছিল। পুলিশের একটি বিশেষ টিম বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



Post Comment