Loading Now

ওসি মিজান;এক নিষ্ঠাবান অফিসারের দায়িত্বশীল যাত্রার ছন্দপতন,এবার বর্ধিত এলাকায় কর্তব্য জাহিরের পালা

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল কোতয়ালি মডেল থানার এক নিষ্ঠাবান অফিসারের দায়িত্বশীল যাত্রার ছন্দপতন,এবার বর্ধিত এলাকায় কর্তব্য জাহিরের পালা।
বরিশাল মহানগর বিশেষ করে মুল শহরের মানুষ গেল এক বছরেরও কিছু বেশি সময় ধরে যে নামটিকে আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে দেখেছে, তিনি হলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান।
সাধারণ মানুষের মতে, রাজনৈতিক পরিবর্তনের জটিল সময়ের মধ্যে তার বরিশাল কোতোয়ালি মডেল থানায় পদায়ন ও দেবদূতের ন্যায় থানা পরিচালনায় দৃঢ়, শান্ত ও বিচক্ষণ ভূমিকায় অনেকটা শান্তিতেই ছিল এখানে বসবাসরত মানুষজন। সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন ফ্যাসিষ্ট দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। এছাড়াও মাদকবিরোধী অভিযানে তার কঠোর অবস্থান বহু পরিবারকে রক্ষা করেছে অন্ধকারে ডুবে যাওয়ার হাত থেকে। অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত সহ চমৎকার ব্যবহার সব ক্ষেত্রেই তার পেশাদারিত্ব ছিল চোখে পড়ার মতো।
তিনি ১ বছর ২ মাসে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ফোর্সবান্ধব ও টিমমেম্বারদের সমন্বয়ের মাধ্যমে। তার এই নাতিদীর্ঘ সময়কালে কোতোয়ালি থানার অফিসার ও সাধারনদের সাথে তিনি মিশেছিলেন আপনজনের মত। এজন্য তার বদলীতে নীরব হয়ে গেছে পুরো থানার অফিসার ও কর্মকর্তা কর্মচারীরা।নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, কোতোয়ালি থানার
দায়িত্ব পালনের এই যাত্রায় তিনি আমাদের সাথে মিশেছিলেন আপনজনের মত।যেকোনো বিষয়ে খোলামেলা আলোচনা করা যেত তার সাথে।তার এত তারাতাড়ি বদলী মন থেকে মেনে নিতে পারছি না। তবুও শান্তনা স্যার কাছাকাছির আছেন, হয়ত কিছুটা দুরে অন্য থানায়।
গত ৬ ডিসেম্বর বরিশাল মহানগর পুলিশের কমিশনার সাক্ষরিত এক বদলি প্রজ্ঞাপন অনুযায়ী এখন মিজানুর রহমান যাচ্ছেন মহানগরীর এয়ারপোর্ট থানায় নতুন দায়িত্ব নিতে। বিদায়ের মুহূর্তে বরিশাল শহরের মানুষ শুধু একজন পুলিশ কর্মকর্তাকে নয়, একজন সৎ, দৃঢ় ও মানবিক মানুষকেও হারালো—যার কাজের স্মৃতি দীর্ঘদিন ধরে মনে রাখবে এই জনপদ।
মিজানুর রহমান বিশ্বাস করেন সম্নান দিলে সম্নান পাওয়া যায় তাইতো তার নতুন কর্মস্থল বরিশাল নগরীর বর্ধিত এলাকা খ্যাত বিমানবন্দর এলাকায় তিনি তার কর্তব্য নিষ্ঠা দিয়ে মানুষকে সেবা দেবেন এমনটাই প্রত্যাশা সকলের…

Post Comment

YOU MAY HAVE MISSED