Loading Now

টেকসই ও মজবুত রাস্তা নির্মাণ করতে হবে : নৌপরিবহন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ।।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সড়ক নির্মাণের ক্ষেত্রে কোন রকমের আপস কাম্য নয়। একবার রাস্তা নির্মাণের পর সেটা বারবার সংস্কারের সুযোগ থাকে না। তাই রাস্তার স্থায়ীত্ব বৃদ্ধি করতে শুরু থেকেই টেকসই ও মজবুতভাবে কাজ করতে হবে।

(রবিবার) নগরীর পোর্ট রোড পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পোর্ট রোডের কাজ আরসিসি ঢালাই দিয়ে টেকসইভাবে তৈরি করা হবে। ৪ কি.মি. দীর্ঘ এ রাস্তা সংস্কারে প্রায় ৭ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে, যাতে বারবার সংস্কার করতে না হয়। এটা তৈরির সময় যেন কোন রকম ঘাটতি না থাকে সে ব্যাপারে আমি ঠিকাদারের সাথে কথা বলেছি। ঠিকাদার যাতে নিবিড়ভাবে রাস্তার কাজ সম্পন্ন করতে পারে সে ব্যাপারে আমি আপনাদের নিকট সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, পোর্ট রোড বরিশালের অন্যমত ব্যস্ততম একটি বাজার। এ বাজারের ঐতিহ্যকে ধরে রাখতে মজবুত রাস্তার কোন বিকল্প নেই। পানি জমে রাস্তার যেন ক্ষতি না হয় সেজন্য রাস্তার দুপাশে ড্রেনের ব্যবস্থা করতে হবে। রাস্তার কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত তা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কারণ একটা রাস্তা তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। সঠিক সময় না পেলে রাস্তাটি মজবুত নাও হতে পারে। রাস্তাটি আপনাদের জন্যই তৈরি হচ্ছে, তাই রাস্তা সংস্কারের কাজ যাতে সঠিকভাবে চলে সেদিকে আপনাদের নজর রাখতে হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওবায়দুল্লাহসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের কর্মকর্তাগণ এবং স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED