Loading Now

বরিশালে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সভা

 

নিজস্ব প্রতিবেদক ।।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের অন্তর্ভুক্ত ২৫টি ক্যাডারের নেতৃবৃন্দের সাথে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন উপ সচিব পদে কোটা বাতিল সকল ক্যাডারের সমতা, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সরকারি বরিশাল কলেজ সভা কক্ষে ২২ অক্টোবর বিকেলে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আখতারুজ্জামান খান, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী আহসান, ব্রোজ মোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রাশেদুল ইসলাম ও বরিশাল জেলার তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানসহ বরিশালে বিভিন্ন সরকারি দপ্তরে ও কলেজ বিশ্ববিদ্যালয় কর্মরত বিভিন্ন ক্যাডার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

সভায় বক্তারা বিভিন্ন ক্যাডার বৈষম্য তুলে ধরেন এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন। বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, ২৫ ক্যাডার দেশে বৈষম্যহীন সেবা ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে।
সভায় ২৫ ক্যাডারের প্রতিনিধিত্ব ছাড়া একটি ক্যাডারের সদস্যদের দিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করায় তা প্রত্যাখ্যান করে সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কমিশন পুনর্গঠনের আহ্বান জানান হয়।

উপস্থিত কর্মকর্তারা মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে মত দেন। এই অন্তর্বর্তী কালীন সরকারের নেতৃত্বে একটি বৈষম্যহীন ও মেধাবৃত্তিক প্রশাসন গঠনের দাবি তোলেন। একই সাথে জনপ্রশাসন সংস্কারের আহ্বান জানান। নতুন প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সরকারের সাথে এই ২৫ টি ক্যাডারের কর্মকর্তারা একসাথে কাজ করার আহ্বান জানান।

সভায় সকল ক্যাডারের নেতৃবৃন্দ সারাদেশের সকল ক্যাডার সদস্যদেরকে পরিষদের কাজের সাথে একাত্মতা প্রকাশ করে পরিষদের কর্মসূচীতে অংশগ্রহন করতে আহ্বান জানান।

জনবান্ধব সরকার গঠনে সিভিল প্রশাসন পূণর্গঠনের বিষয়ে সরকারকে সহযোগিতার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED