Loading Now

হাদির ওপর গুলিবর্ষণ: বরিশালে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেক্স ।।

জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ‘সর্বস্তরের জুলাই যোদ্ধা’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধারা।

বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল রায়হান (রুদ্রাক্ষ রায়হান), আল হেরা শিল্পগোষ্ঠীর উপদেষ্টা এনাম হক, জুলাই যোদ্ধা তরিকুল ইসলাম, জুলাই অভ্যুত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সংগঠক হাওলাদার হাসিব, ইনকিলাব মঞ্চের ববি শাখার আহ্বায়ক আতিক আব্দুল্লাহ, আপ বাংলাদেশ ববি শাখার আহ্বায়ক মোস্তফা শাহরিয়ার, আপ বাংলাদেশের ববি শাখার সদস্য সচিব শাহরিয়ার মিরাজসহ অন্যান্য জুলাই যোদ্ধারা।

 

বক্তারা বলেন, জুলাই যোদ্ধা হাদীর ওপর যে হামলা হয়েছে তা ন্যাক্কারজনক। জুলাই অভ্যুত্থানের পর এমন সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া যায় না। হাদীর বক্তব্য যদি কারও কাছে ভুল মনে হয়, তাহলে তা আলোচনার মাধ্যমে প্রতিউত্তর দেওয়া যেতে পারে। কিন্তু তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি করা অমানবিক।

Post Comment

YOU MAY HAVE MISSED