Loading Now

মেসিকে বরণের অপেক্ষায় কলকাতা

স্পোর্টস ডেস্ক ।।

কলকাতা সেজেছে নতুন রূপে। ফুটবল জাদুকর লিওনেল মেসি আসছে। শুক্রবার গভীর রাতে ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন মহাতারকা। তবে এটি মেসির প্রথম ভারত সফর নয়। এর আগে, ২০১১ সালে প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন আর্জেন্টিনার হয়ে। কলকাতায় হয়েছিল সে ম্যাচটি। তবে এবার ভারতে আসছেন মেসি একক সফরে।

সময়ের হিসেবে কলকাতায় মেসির অবস্থান খুব বেশি দীর্ঘ হবে না। তবে তাকে বরণে আয়োজনে কমতি থাকছে না। ইতোমধ্যেই অরিন্দম চট্টোপাধ্যায়ের সুরে থিম সং উন্মাদনা বাড়িয়েছে। জানা গেছে, দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী ট্যাঙ্গো নাচের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের ফিউশন ঘটিয়ে মেসিকে বরণ করা হবে। টালিউডের শিল্পীরা থাকবেন এই পারফরম্যান্সে।

মাঠে খুদে ফুটবলারদের সঙ্গে একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি। পরে দেখবেন মোহনবাগান ও ডায়মন্ডহারবারের ম্যাচ। দর্শকদের জন্য বাড়তি পাওনা হতে পারে মেসির দু-একটি পেনাল্টি কিক।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্থাপন করা হয়েছে মেসির ২১ মিটার (৭০ ফুট) উচ্চতার একটি বিশাল লোহার ভাস্কর্য। যেখানে বিশ্বকাপ উঁচিয়ে ধরা অবস্থায় দেখা যাবে তাকে। ভাস্কর্যটির প্রধান শিল্পী মন্টি পাল জানান, মাত্র ৪০ দিনে এটি তৈরি করা হয়েছে, যা তার নিজের তৈরি সবচেয়ে উঁচু ভাস্কর্য। নিরাপত্তার কারণে মেসি সরাসরি সেখানে না গিয়ে ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন। উল্লেখ্য, এখানে দিয়েগো ম্যারাডোনার মূর্তিও রয়েছে।

ভারতে ৩ দিনের সফরে আসছেন মেসি। ভ্রমণ করবেন ৪টি শহরে। সূচিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎও। এই সফরে বলিউড তারকা শাহরুখ খান ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও দেখা করবেন তিনি।

কলকাতা পর্ব শেষে মেসি যাবেন হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে। মুম্বাই পর্বে তার সঙ্গে যোগ দেবেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও বিশ্বকাপজয়ী সতীর্থ রদ্রিগো ডি পল। হায়দরাবাদে কনসার্ট ও প্রীতি ম্যাচ এবং দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে শেষ হবে তার এই ৩ দিনের ঝটিকা সফর।

টিকিট নিয়ে উন্মাদনা আয়োজকদের দাবি, টিকিটের চাহিদা তুঙ্গে। কলকাতা বা হায়দরাবাদে টিকিটের দাম প্রায় সাড়ে ৪ হাজার রুপি হলেও মুম্বাইয়ে তা ৮ হাজার ২৫০ রুপি। তবুও মাঠ কানায় কানায় পূর্ণ থাকবে বলে আশা করা হচ্ছে।

মেসির ভারত সফরের সময়সূচি (বাংলাদেশ সময়)

১৩ ডিসেম্বর, কলকাতা

রাত ২টা: কলকাতায় অবতরণ।

সকাল ১০টা-১১টা: বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ।

সকাল ১১টা-১১.৪৫ মি.: ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন।

সকাল ১১.৪৫-১১.৫৫ মি.: যুব ভারতী স্টেডিয়ামে আগমন।

দুপুর ১২টা: শাহরুখ খানের স্টেডিয়ামে আগমন।

দুপুর ১২.৩০ মি.: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সৌরভ গাঙ্গুলির আগমন।

দুপুর ১২.৩০-১টা: প্রীতি ম্যাচ উপভোগ ও অন্যান্য অনুষ্ঠান।

দুপুর ২টা: হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা।

১৩ ডিসেম্বর, হায়দরাবাদ

সন্ধ্যা ৭.৩০ মি.: রাজীব গান্ধী স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন ম্যাচ (সঙ্গে থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী)। এরপর মিউজিক্যাল কনসার্ট।

১৪ ডিসেম্বর, মুম্বাই

বিকেল ৪টা: ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার প্যাডেল কাপে অংশগ্রহণ।

বিকেল ৪.৩০ মি.: সেলিব্রেটি ফুটবল ম্যাচ।

বিকেল ৫.৩০ মি.: ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান ও চ্যারিটি ফ্যাশন শো।

১৫ ডিসেম্বর, নয়াদিল্লি

নির্ধারিত সময়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ।

দুপুর ২টা: অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান ও মিনার্ভা অ্যাকাডেমির খেলোয়াড়দের পুরস্কার প্রদান।

সন্ধ্যা ৭টা: ভারতের উদ্দেশ্যে বিদায়।

তথ্য সূত্র: সমকাল,,,,,,

Post Comment

YOU MAY HAVE MISSED