Loading Now

বিএনপির বিক্ষোভ মিছিলে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ঝালকাঠি প্রতিনিধি ।।

ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপি প্রতিবাদ মিছিলে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেয়া হয়।

শনিবার(১৩ ডিসেম্বর) দুপুরে শহরের থানা রোড এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলে সামনের সারিতে দাড়ানো নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

এ সময় মিছিলটির নেতৃত্ব দিয়েছিলেন ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনিত সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় শহরে প্রতিবাদ মিছিল সম্পন্ন হয়। মিছিল শেষে ইসরাত সুলতানা ইলেন ভূট্টো জেলা সদর হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে যান।

Post Comment

YOU MAY HAVE MISSED