Loading Now

বরিশালে রয়েলের খুঁটির জোড় কোথায়!

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর দক্ষিন রুপাতলীর এলাকার ২৪ নং ওয়ার্ডের মান্নান খান সড়কের বাসিন্দা আবদুল্লাহ আল নাঈম রয়েল। একসময়ে এলাকার আতংক বিগত আওয়ামীলীগ সরকার থাকা কালিন এলাকায় বিভিন্ন ভাবে ক্ষমতার অপব্যবহার করে বেড়ায়। রয়েল নিজেকে একসময়ে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরিচয় দিলেও বরিশালের মুক্তিযোদ্ধাদের অধিকার সংগ্রামের কোন সভা সমাবেশে দেখা যায়নি তাকে।
এমনকি ওই এলাকার মরহুম মুক্তিযোদ্ধা মান্নান খান এর নামে সড়ক নির্মান হলেও রয়েল নিজেই সেই সড়কের নাম মুছে রাস্তার মধ্যে পিলার দিয়ে লোহার গেট নির্মান করে। এতে ওই এলাকায় বসবাস করা ৫’শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। এতে বেশ কয়েক বার এলাকাবাসীর সাথে রয়েলের বাক বিতন্ডার এক পর্যায়ে স্থানীয়রা এর প্রতিবাদে ওই এলাকায় ঝাড়– মিছিল করেন।

পরে স্থানীয়রা সড়ক উন্মুক্ত করনের দাবীতে মেট্রো পলিটন পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষ পুলিশের কাছে গেলেও আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় পায়নি কোন সু-বিচার। এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ একাধিকবার এই রয়েল কে সড়কের উপর দিয়ে অবৈধ গেট টি অপসনের নির্দেশ দিলেও ক্ষমতার অপব্যবহার করে গেট সরায়নি। এদিকে সরোজমিনে গিয়ে দেখাযায় তৎকালিন ক্ষমতার দাপটে টিসি কর্পোরেশন কে বৃদ্ধগুলি দেখিয়ে ওই সড়কের একাংশ দখলে নিয়ে নিজেই করেছে করেছে বহুতলা ভবন।

এদিকে আওয়ামীলীগ সরকারকে বাচাঁতে ঢাকা সহ বিভিন্ন স্থানে ছাত্র-জনতা নিপিরনে প্রকাশ্যে সামনের সাড়িতে থেকে পুলিশের সাথে হামলা গুলি বর্ষন ও ইটপাটকেল নিক্ষেপ করেও বর্তমানে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই আবদুল্লাহ আল-নাঈম রয়েল। তাই এলাকাবাসী আজ দখল হওয়া গেটটি সকলের চলাচলের জন্য উন্মুক্ত করনের পাশাপাশি রয়েলের বরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমান করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী এলাকাবাসীর।
জনসাধারনের চলাচলের রাস্তা আটকিয়ে গেট নির্মানের বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ আল নাঈম রয়েল বলেন, এটা আমাদের পারিবারিক সম্পত্তি বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানেন। আপনার প্রয়োজন হলে আপনি এসে দেখে যাবেন ##

Post Comment

YOU MAY HAVE MISSED